Tuesday, November 4, 2025

কোভিডের কারণে ফের ছিটকে গেলেন শামি, দলে বাংলার শাহবাজ

Date:

আগামিকাল দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (Indian Team)। ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজে খেলছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে দলে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। এদিকে  টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। এখনও কোভিড থেকে সেরে উঠতে পারেননি মহম্মদ শামি (Mohammad Shami)। তাই প্রোটিয়াসদের বিরুদ্ধেও তাঁর খেলা হচ্ছে না। সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শামিকে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দলে না রাখা নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। কিন্তু পরপর দু’টো দ্বিপাক্ষিক সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকি সিরিজে দলে রাখা হয়েছিল শামিকে। তখন অনেকেই অনুমান করেছিলেন, হয়তো এই দুই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের ফের ভাবনার মধ্যে ফেলে দেবেন তিনি। কিন্তু করোনার কারণে ছিটকে গিয়ে সেই সম্ভাবনাও একেবারেই শেষ হয়ে গেল।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে শামির। তাঁর জায়গায় উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে।”

তবে বঙ্গ ক্রিকেটের মুখ উজ্জ্বল করে টি-২০ দলে ঢুকে পড়েছেন শাহবাজ। বোর্ড সূত্রের খবর, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় তাহলে মাঠে নামতে পারেন শাহবাজ।

আরও পড়ুন:ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version