Tuesday, August 26, 2025

আগামিকাল দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (Indian Team)। ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজে খেলছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে দলে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। এদিকে  টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। এখনও কোভিড থেকে সেরে উঠতে পারেননি মহম্মদ শামি (Mohammad Shami)। তাই প্রোটিয়াসদের বিরুদ্ধেও তাঁর খেলা হচ্ছে না। সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শামিকে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দলে না রাখা নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। কিন্তু পরপর দু’টো দ্বিপাক্ষিক সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকি সিরিজে দলে রাখা হয়েছিল শামিকে। তখন অনেকেই অনুমান করেছিলেন, হয়তো এই দুই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের ফের ভাবনার মধ্যে ফেলে দেবেন তিনি। কিন্তু করোনার কারণে ছিটকে গিয়ে সেই সম্ভাবনাও একেবারেই শেষ হয়ে গেল।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে শামির। তাঁর জায়গায় উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে।”

তবে বঙ্গ ক্রিকেটের মুখ উজ্জ্বল করে টি-২০ দলে ঢুকে পড়েছেন শাহবাজ। বোর্ড সূত্রের খবর, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় তাহলে মাঠে নামতে পারেন শাহবাজ।

আরও পড়ুন:ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version