এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর এরিয়ান ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য ইস্টবেঙ্গলের।

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে বুধবার ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ এরিয়ান। কলকাতা লিগে রিজার্ভ দল খেলাচ্ছে লাল-হলুদ। প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর এরিয়ান ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য ইস্টবেঙ্গলের।

এদিকে এরিয়ানে আছে তিন বিদেশি ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ আর আপফ্রন্টে ক্যামেরুনের ৩ ফুটবলার। যার ফলে বাড়তি সতর্ক লাল-হলুদ কোচ বিনো জর্জ। জানা যাচ্ছে, সিনিয়র দল থেকে চার ফুটবলারকে এরিয়ান ম্যাচের জন্য পাঠানোর কথা। কোন চার ফুটবলারকে ছাড়া হবে তা ঠিক করবেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনই। খিদিরপুরের বিরুদ্ধে সিনিয়র দল থেকে নবি হুসেনকে রিজার্ভ দলে পাঠানো হয়। এরিয়ান ম্যাচে হয়তো সার্থক, মোবাশির আর অনিকেত যাদবকে দেখা যেতে পারে।

এদিন এরিয়ান ম‍্যাচ নিয়ে কোচ বিনো জর্জ বলেন, ‘‘প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে পুরো ৩ পয়েন্ট ঘরে তোলার লক্ষ্য আমাদের।’’

আরও পড়ুন:তিরুবনন্তপুরমে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান হল রোহিতদের

Previous articleকাজ করলে ভুল হয়: ত্রিধারা থেকে ৪০০-র বেশি পুজোর উদ্বোধন করে মন্তব্য মুখ্যমন্ত্রীর
Next articleভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার ভারতের