Sunday, November 16, 2025

কী কারণে রাহুলের ব‍্যাটে ধারাবাহিকতা নেই? মুখ খুললেন গাভাস্কর

Date:

অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই মেগা টুর্নামেন্ট। কিন্তু তার আগে চিন্তুায় ভারতের প্রাক্তন সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। বলা ভালো কে এল রাহুল ছন্দ না পাওয়ায় চিন্তায় গাভাস্কর। দীর্ঘদিন পর চোট সারিয়ে জিম্বাবোয়ে সফর থেকে দলে যোগ দিয়েছেন রাহুল। ছিলেন এশিয়া কাপেও। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাহুল নিজেকে। আর তাতেই চিন্তিত গাভাস্কর।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে রাহুলের সংগ্রহ ১৩২ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে ৩৫ বলে ৫৫ রান করেন। কিন্তু পরের দু’টি ম্যাচে রান পাননি সেভাবে। আর সেই কারণে টি-২০ বিশ্বকাপের আগে চিন্তায় রয়েছেন গাভাস্কর। তার মতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না রাহুল। এই নিয়ে গাভাস্কর বলেন, “দল যা চায় সেটা করতে চাইছে রাহুল। প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিল ও। পরের ম্যাচে প্রথম বল থেকেই ব্যাট চালাচ্ছিল। আট ওভারের ম্যাচ ছিল সেটা। দলের জন্য নিজের উইকেট উৎসর্গ করে দিয়ে আসে ও। ”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” তৃতীয় টি-২০ ম্যাচে ন’রানের উপর প্রয়োজন ছিল প্রতি ওভারে। ভাল শুরু না হলে সেটা করা সম্ভব হয় না। ও নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। বিরাট কোহলির মতো রাহুল যখন ক্রিকেটীয় শট খেলছে, তখন ও রান পাচ্ছে। কিন্তু এই দুই ক্রিকেটার যখন আড়াআড়ি ভাবে ব্যাট চালাচ্ছে, তখনই আউট হচ্ছে। ওটা ওদের শক্তি নয় এটা বুঝতে হবে। ক্রস ব্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়ছে ওরা। বিরাট, রাহুল যদি এটা না করে তা হলে অনেক রান করবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version