Monday, November 10, 2025

কোন্নগরে সাড়ম্বরে প্রস্তুতি চলছে ১৮ হাতের দুর্গা আরধনার

Date:

সূচনা হয়েছে দেবীপক্ষের। পুজো (Durga Pujo 2022) আসতে হাতেগোনা আর মাত্র ৭২ ঘণ্টার অপেক্ষা। তবে মহালয়া (Mahalaya) থেকেই পুজোর সাজে সেজে উঠেছে শহর কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্য। বিগত দুবছর করোনার (Covid 19) বাড়বাড়ন্তে কার্যত ঘরে বসেই কাটাতে হয়েছে রাজ্যবাসীকে। তবে চলতি বছর দেবী দশভুজাকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। মহালয়ার পর থেকেই শহর কলকাতার একাধিক পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। জনপ্লাবন দেখে বোঝা দায় পুজো আসতে এখনও দিন দুয়েক বাকি। শহরের পাশাপাশি পুজোর উন্মাদনা রাজ্যেও।

হুগলি (Hoogly) জেলার কোন্নগরে দেখা গেল সেই ছবি। গঙ্গার পশ্চিম পাড়ে সাধুরঘাটে প্রতিষ্ঠিত মা কালীর আনন্দ আশ্রমে প্রতিবছর নির্দিষ্ট নিয়ম মেনে ১৮ হাতের দূর্গার পুজো হয়ে আসছে। ১৩২৮ বঙ্গাব্দে তান্ত্রিক সূর্য নারায়ণ সরস্বতী মহারাজ কালীমাতা আনন্দ আশ্রমে এই পূজার প্রচলন করেন। পুরাণ অনুযায়ী, মহিষাসুরের আক্রমণে স্বর্গ থেকে আলাদা হয়ে দেবগন হিমালয়ের কাত্যায়ন আশ্রমে সমবেত হয়ে নিজ তেজ এর দ্বারা সৃষ্টি করেছিলেন মহিষাসুরমর্দিনীকে। এইসময় দেবী বিভিন্ন রূপে দেবতাদের সামনে আবির্ভূত হন। তাঁদের মধ্যে ছিলেন ১৮ হাতের দুর্গা এবং দশভূজা দুর্গা।

তবে চণ্ডিকাতে দেখা যায় কুড়ি হাতের দুর্গা। এখানে দেবীর মুখ-র রং শ্বেত বর্ণ। হাতগুলি নীল বর্ণের, বক্ষস্থল অতি শ্বেতবর্ণ। শরীরের মধ্যে ভাগ এবং চরণ যুগল রক্তবর্ণের। দেবীর ডানদিকে নয় হাতে রয়েছে পদ্ম, বাণ, তরোয়াল, ত্রিশূল ও অক্ষমালা। বাঁদিকে প্রথম ছয় হাতে আছে শঙ্খ, খড়্গ, ধনুক, ধুনুচি, ঘণ্টা, কমণ্ডলু ও শেষের তিন হাতে আছে পদ্ম। প্যান্ডেলের আতিশয্য নেই, কিন্তু বনেদিয়ানা ভরপুর এই ১৮ হাতের দুর্গার।

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version