Saturday, May 3, 2025

আরও ৪৮ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কোনও কেন্দ্রীয় এজেন্সি মানিককে গ্রেফতার করতে পারবে না।

আরও পড়ুন:দিল্লির বঙ্গ ভবনেই রয়েছেন মানিক, আজ শীর্ষ আদালতে মামলার শুনানি

তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।

প্রসঙ্গত, মঙ্গলবার ২০১৪ টেটের OMR শিট নষ্ট করা নিয়ে অ্যাড হক কমিটির ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আর এই ঘটনায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কোন উদ্দেশ্যে ওই সময় উত্তরপত্রগুলি নষ্ট করা হয়েছিল, সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি, বিচারপতি এও বলেছিলেন যে, দরকার পড়লে মানিককে গ্রেফতারও করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেন।এরপর আজ ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version