Thursday, August 28, 2025

দিল্লির বঙ্গ ভবনেই রয়েছেন মানিক, আজ শীর্ষ আদালতে মামলার শুনানি

Date:

ভবানীপুর থানার ডায়েরিতে ‘নিখোঁজ’ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।যদিও ‘নিখোঁজ’ নন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। দিল্লির বঙ্গ ভবনের ৫১২ নম্বর রুমেই রয়েছেন মানিক ভট্টাচার্য।এমনকি সিবিআইকেও এই তথ্য জানান তিনি। তবে সংবাদমাধ্যমের দাবি করা হয় তিনি ‘নিখোঁজ’। তাই এদিন সংবাদমাধ্যম দেখেই মেজাজ হারান তিনি। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। সেই কারণেই তিনি দিল্লিতে এসেছেন মানিক।

আরও পড়ুন:সুপ্রিম রক্ষাকবচ সত্ত্বেও সিবিআই দফতরে হাজিরা এড়ালেন মানিক

মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে টেট মামলার তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, বিচারপতি এও বলেছিলেন যে, দরকার পড়লে মানিককে গ্রেফতারও করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেন। অনুমান করা হয় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়েই নির্ধারিত সময়ে সিবিআই দফতরে হাজিরা দেবেন মানিক। কিন্তু বাস্তবে তা হয়নি। সন্ধে সাড়ে ৫টা থেকেই আর মানিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন করলে তা সুইচড অফ পাওয়া গিয়েছে। এরপর ভবানীপুর থানায় মানিকের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ।এমনকি অ্যাসিসট্যান্ট কমিশনারকে হাই কোর্টের নির্দেশের প্রতিলিপি দেন আদালতের রেজিস্ট্রার জেনারেল বলে জানা গেছে। তার ভিত্তিতেই মানিকের খোঁজ শুরু করে পুলিশ। শেষে খুঁজে না পেলে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

জানা যায়, দিল্লির বঙ্গ ভবনেই রয়েছেন মানিক। সুপ্রিম কোর্টে আজ তাঁর মামলার শুনানি রয়েছে। এবিষয়ে সিবিআইকেও জানিয়েছেন তিনি। তাই কলকাতাতে ফেরেননি মানিক।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version