Tuesday, November 11, 2025

ইডির বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগ মেনকা গম্ভীরের, হলফানামা তলব হাইকোর্টের

Date:

আদালতে স্পষ্ট নির্দেশ ছিল কয়লা মামলায় মেনকা গম্ভীরের(Menoka Gambhir) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু আদালত নির্দেশ দিল সে নির্দেশ মানা হয়নি। ব্যাঙ্কক(Bangkok) যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আটক করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) শ্যালিকাকে। মেনকা গম্ভীরের অভিযোগের ভিত্তিতে এডির কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)।

কয়লাপাচার মামলায় জড়িত সন্দেহে মেনকাকে গত ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে আটক করা হয়। রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ব্যাঙ্কক যাওয়ার জন্য উড়ান ধরতে এসেছিলেন অভিষেকের শ্যালিকা। কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নিতে গেলে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এর পর অভিবাসন দফতর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরের একটি ঘরে বসিয়ে রাখে বলেও অভিযোগ করেন মেনকা। দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর অভিবাসন দফতর তাঁকে জানায়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। তাই তিনি বিমানে উঠতে পারবেন না এবং শহর ছাড়তে পারবেন না।

এই আচরণের প্রতিবাদ জানিয়েই ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মেনকা। তার অভিযোগ, কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত নির্দেশ দিলেও সেই নির্দেশ মানা হয়নি। এর প্রেক্ষিতেই ইডির কাছে উত্তর চাইলে আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ওই হলফনামা জমা দিতে হবে। এ প্রসঙ্গে মেনকার আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মেনকাকে ‘আটক’ করা হয়েছে। অথচ এর আগে হাই কোর্টই বলেছিল মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। যার জেরেই তদন্তকারী সংস্থা ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version