তাঁর সুরে সুর মিলিয়েছে আপামর ভারতবাসী। তাঁর রোমান্টিক গানের (Romantic song) আবেগ ছুঁয়ে গেছে সব ‘প্রিয়তমা’দের। ৩০ বছর পর এবার সেই রাস্তায় কুমার শানুর (Kumar Sanu) ছেলে জান (Jaan)। ‘প্রিয়তমা মনে রেখো’ গানের অ্যালবামে যিনি কুমার শানুকে দিয়ে গাইয়ে ছিলেন তোমার সুরে সুর বেঁধেছি, সেই অরূপ-প্রণয় জুটির প্রণয় আজ নেই। তাই গান বাঁধলেন অরূপ বন্দ্যোপাধ্যায় (Arup Banerjee) একাই। এবার সেই গান গাইলেন কুমার শানুর পরবর্তী প্রজন্ম অর্থাৎ জান।
Entertainment: কলকাতায় ‘ভালোবাসার সুরে ঠিকানা’ খুঁজে নিলেন কুমারশানুর ছেলে জান
Date:
Share post: