Thursday, August 28, 2025

গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach) আরও কোটি কোটি টাকার হদিশ! গার্ডেনরিচে প্রায় ১৭ কোটির পরে এবার কোটি কোটি টাকার বিটকয়েন (Bitcoin) বাজেয়াপ্ত করল ইডি (ED)।    ধৃত আমির খানের ১২ কোটি ৮৩ লক্ষ বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। ই-নাগেটস অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’ করা হয়। বুধবার একযোগে কলকাতার তিন জায়গায় তল্লাশি চালায় ইডি। বেহালা-আহিরীটোলায় ইডি অভিযান চালায়। ১২ কোটি ৮৩ লক্ষ টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি কারবারের অভিযোগ উঠেছে।আগেই প্রায় ১৪ কোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার ইডির অভিযানে বিটকয়েনেও আরও ২৭ কোটির হদিশ পাওয়া গেল। ইডির আধিকারিকদের আশঙ্কা ৭০ কোটির প্রতারণা হয়েছে।

এদিকে, গার্ডেনরিচকাণ্ডের জেরে ইডি-র হানার পরেই ক্লোজ করা হয়েছিল পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে। অনলাইন মোবাইল অ্যাপ প্রতারণার অভিযোগে ২০২১-এর ফেব্রুয়ারিতে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। চলতি মাসের ১০ তারিখ গার্ডেনরিচে আমিরের বাড়িতে হানা দেয় ইডি। ইডি-র হানার দেড় সপ্তাহ পর, ক্লোজ করা হয় পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসারকে। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা।

প্রসঙ্গত, উদ্ধার হওয়া প্রায় সাড়ে ১৭ কোটি টাকা! শুধু কি ব্যবসায়ী আমির খানের? শুধুই কী গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে এই টাকা জমানো হয়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্র? হাওয়ালার কোনও যোগ আছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।বুধবার  ফের বিটকয়েনেও আরও ২৭ কোটি পাওয়া গেল। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ইডির ধারণা।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version