Monday, November 17, 2025

‘তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী’: নীতীশের মন্তব্যে তুঙ্গে জল্পনা, JDU সুপ্রিমোকে আশ্রমে যাওয়ার দাওয়াই বিজেপির

Date:

‘মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব’। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লালুপুত্রকে এভাবেই সম্বোধন করলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Chief Minister Nitish Kumar)। আর জেডিইউ সুপ্রিমোর (JDU Supremo) এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। আর খোদ মুখ্যমন্ত্রীর এমন সম্বোধনের পর হাত গুটিয়ে বসে নেই গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির (RJD) সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সরকার গঠন করেছে নীতীশ কুমারের দল। আর সেই ক্ষত এখনও দগদগে বিজেপির। যদিও সভায় এমন বেফাঁস মন্তব্য করেও নির্বিকার ভঙ্গিতে ভাষণ দিতে দেখা যায় জেডিইউ সুপ্রিমোকে। যা শুনে রীতিমতো তাজ্জব উপস্থিত দর্শকরা।

সম্প্রতি এক সরকারি পশু হাসপাতালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ। সঙ্গে ছিলেন তেজস্বীও (Tejashwi Yadav)। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নীতীশ বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব’। এরপরই নীতীশকে কটাক্ষ করে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ (Nikhil Anand) বলেন, নীতীশ কুমার সজ্ঞানে বা অবচেতন মনে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন। এবার সময় এসেছে, নীতীশ বরং এবার আশ্রমে চলে যান।

অন্যদিকে, আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (Shivananda Tiwari) জানান, হতে পারে উনি মুখ ফসকে একথা বলেছেন। আমরা এটাকে ভাইপো তেজস্বী যাদবের প্রতি নীতীশ কুমারের আশীর্বাদ বলেই মনে করছি। উনিই তো ভবিষ্যতের নেতা। তাই নীতীশ ভাবনাচিন্তা করেই এমন মন্তব্য করেছেন।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version