Thursday, November 13, 2025

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বহরমপুরে! অপহৃত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Date:

বাগুইআটি, ইলামবাজারের পর এবার বহরমপুর। ফের অপহরণ করে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (Bappa Mondal)। বুধবার সন্ধেয় যুবককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। আর পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের (Berhammpore Bypass) ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে পুলিশের অনুমান, যুবককে খুন করে তারপরই পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিয়েছিলেন বলেই তাঁদের ছেলেকে খু*ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। তাতেই পরিষ্কার হয়ে যায় বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বাইকে বসিয়ে বাপ্পাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৭টা ২৫ নাগাদ আরও একটি বাইক পাড়ায় ঢোকে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। পরিবারের এক সদস্য জানান, অপহরণের তিন ঘণ্টা পর পরিবারের কাছে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সকালে বাপ্পার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে তা ফোনে জানতে চায় অপহরণকারীরা। তারপর নানা ভাবে পরিবারের কাছে আসতে থাকে হুমকি ফোন। টাকা না পেলে বাপ্পাকে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই বৃহস্পতিবার সকালে বাপ্পার দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করা যায়নি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version