Monday, August 25, 2025

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বহরমপুরে! অপহৃত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Date:

বাগুইআটি, ইলামবাজারের পর এবার বহরমপুর। ফের অপহরণ করে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (Bappa Mondal)। বুধবার সন্ধেয় যুবককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। আর পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের (Berhammpore Bypass) ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে পুলিশের অনুমান, যুবককে খুন করে তারপরই পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিয়েছিলেন বলেই তাঁদের ছেলেকে খু*ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। তাতেই পরিষ্কার হয়ে যায় বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বাইকে বসিয়ে বাপ্পাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৭টা ২৫ নাগাদ আরও একটি বাইক পাড়ায় ঢোকে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। পরিবারের এক সদস্য জানান, অপহরণের তিন ঘণ্টা পর পরিবারের কাছে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সকালে বাপ্পার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে তা ফোনে জানতে চায় অপহরণকারীরা। তারপর নানা ভাবে পরিবারের কাছে আসতে থাকে হুমকি ফোন। টাকা না পেলে বাপ্পাকে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই বৃহস্পতিবার সকালে বাপ্পার দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করা যায়নি।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version