Monday, August 25, 2025

হিন্দু রাষ্ট্র হবে ভারত: মোহন ভগবতের মন্তব্যের পাল্টা কুণাল মনে করালেন ‘বিবেকানন্দের মতাদর্শ’

Date:

সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারতে এবার সরাসরি হিন্দু রাষ্ট্রের জিগির তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(RSS)। বুধবার কলকাতায় এক সভায় উপস্থিত হয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) জানালেন, ভারতকে এমন একটা হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে যে পৃথিবীর প্রতিটি দেশ থেকে লোকে এসে এদেশের মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আরএসএস প্রধানের মুখে হিন্দু রাষ্ট্র মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও ভগবতের হিন্দুত্ববাদ প্রসঙ্গে পাল্টা তোগ দেগে আরএসএসকে স্বামী বিবেকানন্দের মতাদর্শ স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিন সায়েন্স সিটিতে (Science City) বাংলায় সংঘের প্রবীণ প্রচারক কেশবরাও দীক্ষিত ও শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দেন ভাগবত। প্রয়াত কেশবরাও-এর জীবন ও কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাগবত বলেন, নিজের জীবনকে কীভাবে মানুষের কাজে নিয়োজিত করতে হয়, তার প্রমাণ এঁরাই। একই সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘বিশ্বনায়ক’ তত্ত্বের ছায়ায় সংঘচালক বলেন, ভারতকে গোটা বিশ্বের কাছের আদর্শ হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়িত্ব নিতে হবে। সেভাবেই স্বয়ংসেবকদের তৈরি করতে হবে।

তার এই মন্তব্যের পাল্টা এদিন কুণাল ঘোষ বলেন, “আরএসএস যে হিন্দুত্বের কথা বলছে তা আসলে হিন্দুত্বের এক বিকৃত ব্যাখ্যা, এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টা। হিন্দুত্ব কি আমরা মোহন ভাগবতের কাছ থেকে শিখব নাকি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সভায় হিন্দুত্বের যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যা শুনবো। ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ এমনি আসেন। তার জন্য আরএসএসের টিউটোরিয়ালের দরকার পড়ে না। বিশ্বের দরবারে হিন্দুত্বকে যদি কেউ তুলে থাকেন তিনি স্বামী বিবেকানন্দ। স্বামীজি বিশ্ব কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল এদের ধর্মীয় মতাদর্শ এবং সার্বিকভাবে সম্প্রীতির ভিত্তির উপর ভারত দাঁড়িয়ে আছে সেখানে, ‘ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সাম্যের এক নাম।’ এটা যেন আরএসএসের কর্তা ব্যক্তিরা মনে রাখেন। তারা মনে রাখুন ভারতবর্ষের সম্প্রীতি ও প্রকৃত ধর্ম ভাবনা। আজ বিজেপি এসে ধর্মীয় মেরুকরণে ভোট পাওয়ার তাগিদে নব হিন্দুত্বের ব্যাখ্যা ভারতের প্রয়োজন নেই।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version