Friday, December 5, 2025

‘লড়াই করতে যায়নি, অনুরোধ রেখেছিলাম,’ কন্ডোম বিতর্কে জানালেন পড়ুয়া

Date:

Share post:

স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিহারের স্কুল ছাত্রী রিয়া কুমারী। এই অনুরোধ শুনে এক আমলা তাঁকে বলেছিলেন, ‘‘এর পর তো তুমি কন্ডোম চাইবে।’’ ওই ছাত্রীর অনুরোধে আমলার ওই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুলল বিহারের ওই পড়ুয়া।

আরও পড়ুন:নিউটাউন এনকাউন্টার: ফ্ল্যাটে ব্যবহৃত কন্ডোম, সিসিটিভি ফুটেজে দুই রমণীর হদিশ

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানায়, “আমার প্রশ্ন একেবারেই ভুল ছিল না। এগুলো এমন কিছু দামি জিনিস নয়। আমি কিনতে পারি। কিন্তু এমন অনেকে আছে, যারা বস্তিতে থাকেন এবং তাদের স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই। তাই, আমি সব মেয়েদের হয়েই আমলার কাছে এই অনুরোধ রেখেছিলাম। আমি শুধুমাত্র নিজের উদ্বেগটুকুই প্রকাশ করেছি, লড়াই করতে যাইনি।”

ঠিক কী ঘটেছিল? সম্প্রতি বিহারে ইউনিসেফের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ওই ছাত্রী অনুরোধ করেন যে, সরকার তাদের বিনামূল্য সাইকেল, স্কুলের পোশাক দিচ্ছে। এর পাশাপাশি বিনামূল্য স্যানিটারি ন্যাপকিনও যেন দেওয়া হয়। ছাত্রীর এ হেন আর্জি শুনে হরজ্যোত কউর ভামরা নামে এক আমলা পাল্টা ছাত্রীকে বলেন, ‘‘বিনামূল্যে জিনিস পাওয়ার কোনও সীমা নেই। সরকার অনেক কিছু দিচ্ছে। আজ তুমি বিনামূল্যে ন্যাপকিন চাইছ। কাল হয়তো জিনস, জুতো চাইবে। তার পর যখন পরিবারের পরিকল্পনা করবে, তখন বিনামূল্যে কন্ডোমও চাইবে।’’ আমলার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে স্কুল পড়ুয়ারা। তাদের অভিযোগ, সরকার তাদের জন্য কিছু করছে না। ভোটের সময় তাদের কাছে আসে। এ কথা শুনে ওই আমলা বলেন, ‘‘তা হলে ভোট দিও না। পাকিস্তানের মতো হও।’’

এদিকে কন্ডোম বিতর্কের ভিডিও ভাইরাল হতেই সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন হরজোৎ কউর ব্রহ্ম নামের ওই সরকারি আমলা। তিনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “দু’দিন আগে একটি অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। আমার মন্তব্যের জন্য আমি ভীষণই দুঃখিত। সবার কাছে ক্ষমাপ্রার্থী।”যদিও ওই আমলাকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে  জাতীয় মহিলা কমিশন। ঘটনায় অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...