Thursday, August 28, 2025

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ (SSC Recruitment) দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। শুক্রবার আলিপুর কোর্টে জমা পড়েছে চার্জশিট (Chargesheet)। সেই চার্জশিটেই ১৬ জনের নাম রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তালিকায় ষষ্ঠ স্থানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।

তবে শুধু পার্থই নন, চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। তদন্ত শুরুর ৪৬ দিনের মাথায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে মোট ৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথম নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। আলিপুরে সিবিআই কোর্টে এমনই প্রশ্ন তোলেন বিচারক। পরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও একই প্রশ্ন তোলেন। আর শুক্রবার চার্জশিট জমা করল সিবিআই। গত সপ্তাহেই এই মামলায় চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নাম রয়েছে প্রাক্তম পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও। এবার সিবিআই-এর চার্জশিটে নতুন কি তথ্য উঠে আসে, সে দিকেই নজর রয়েছে সকলের।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version