Thursday, May 8, 2025

ক্রমাগত বাড়ছে ডেঙ্গি (dengue) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের (health Department) রিপোর্ট বলছে গত এক সপ্তাহে নতুন করে ৪৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। বছরের শুরু থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৩ জন। গত বুধবার কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছে বছর চব্বিশের এক যুবকের, নাম শুভ ব্রহ্ম । তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় ঐ এলাকার ঠিক পাশেই ১১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পুটিয়ারিতে (Paschim Putiyari) মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছিল এক বৃদ্ধার। সে দিন বাগুইআটির বাসিন্দা এক মহিলাও ডেঙ্গিতে মারা যান বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট মৃতের সংখ্যা ২৫। যার মধ্যে শুধু কলকাতা পুর এলাকার বাসিন্দাই ১১ জন। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের।

গত এক সপ্তাহে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। সেখানে নতুন করে ১০১৮ জন আক্রান্ত হয়ে সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫৭। তার পরেই কলকাতা। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ২১৪৬। হাওড়ায় গত এক সপ্তাহে ৫৫৯ জন আক্রান্ত হয়ে রোগীর মোট সংখ্যা ২৭৬৪। উদ্বেগে রয়েছে মুর্শিদাবাদ, হুগলি, দার্জিলিং, জলপাইগুড়িও। প্রতিটি জেলাতেই রোগীর সংখ্যা বাড়ছে। উৎসবের আবহে বারবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- বিধাননগর পুলিশের মানবিক উদ্যোগ! প্রতিমা দেখবেন প্রবীণরাও


Related articles

আপৎকালীন পরিস্থিতির আশঙ্কায় বিনিয়োগে ঝোঁক, একলাখে পৌঁছল সোনা!

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝে বিনিয়োগে ভবিষ্যতের সুরক্ষা খুঁজতে ব্যস্ত লগ্নিকারী। এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...
Exit mobile version