টি-২০ বিশ্বকাপ জিতলে মিলবে কত আর্থিক পুরস্কার? জানাল আইসিসি

টি-২০ বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হলে, চ‍্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৬ লক্ষ ডলার।

অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ানের পুরস্কার মূল‍্য ঘোষণা করল আইসিসি (ICC)। শুক্রবার আসন্ন টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

টি-২০ বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হলে, চ‍্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫ লক্ষ টাকা। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবে দল। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কার মূল্য। অর্থাৎ, বিশ্বকাপ রানার্স পাবে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও মিলবে মোটা আর্থিক পুরস্কার। শেষ চারের লড়াইয়ে যে দু’টি দল হারবে, তারা ভারতীয় মুদ্রায় পাবে প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার টাকা। ‘সুপার টুয়েলভ’ পর্বের বাকি আটটি দলের জন্য থাকছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য। ‘সুপার টুয়েলভ’ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা পাবে।

২০২১ টি-২০ বিশ্বকাপেও ‘সুপার টুয়েলভ’ পর্বে জিতলে এই টাকাই পেয়েছে দলগুলি।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহের পরিবর্তে দলে এলেন মহম্মদ সিরাজ

Previous articleকয়লা পাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র
Next articleভারতীয় দলে টি-২০ বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারকে নেওয়ার পরামর্শ দিলেন দিলীপ বেঙ্গাসরকার