Wednesday, August 20, 2025

সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। হাওড়ার তৃণমূল নেতা খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলার তদন্তে ফের এফআইআর সিবিআইয়ের

এর আগে সিঙ্গল বেঞ্চে এই মামলা চলাকালীন বিচারপতি প্রশ্ন করেছিলেন কেন সিবিআই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না মামলাকারী। শুরু হয় সওয়াল জবাব পর্ব। এরপরই সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর ওই মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন ও রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তবে সেই যুক্তি টিকল না। তারপরই সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখা হল।

রাজ্যের আবেদন ছিল, এই মামলার তদন্ত সিআইডি যেমন করছিল তেমন করুক, সিবিআইয়ের প্রয়োজন নেই। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ মে খুন হন তপন দত্ত।এই মামলা নিম্ন আদালত, কলকাতা হাই কোর্ট এমনকি, সুপ্রিম কোর্টেও উঠেছে। তবুও বিচার মেলেনি। তাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে মামলা করেন নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version