দেবীর বোধনের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

0
1

দেবীর বোধনের দিনে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকে কাঠি পড়তেই দুর্গাপুজোর মেতে উঠেছে রাজ্যবাসী।চতুর্থীর পর পঞ্চমীর দিনও প্যান্ডেলে প্যান্ডেলে থিক থিকে ভিড় ছিল চোখে পড়ার মত। ভ্যাপসা গরমেও নতুন পোশাকে ভিড় ঠেলে ঠাকুর দেখাতে কোনও ভাটা পড়েনি। আর এই আনন্দ উৎসবে সোশ্যাল মিডিয়ায় বাংলা -সহ গোটা দেশবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:“পঞ্চমী-ষষ্ঠীতেই ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করবে তৃণমূল”, দাবি কুণালের

নিজের টুইটার হ্যান্ডেল মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। আমার প্রার্থনা মা আমাদের সকল সঙ্কট থেকে মুক্ত করার শক্তি দিক।এই উৎসবের মরশুম সকলের ভালো কাটুক”

এছাড়াও নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।