Friday, October 31, 2025

কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

Date:

কংগ্রেসের সভাপতি(Congress president) নির্বাচন নিয়ে ব্যস্ততা যখন একেবারে তুঙ্গে ঠিক সেই সময় রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন দলের বরিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun kharge)। সভাপতি নির্বাচনে লড়ার জন্যই এই দায়িত্ব থেকে ইস্তফা(resign) দিলেন তিনি।

সূত্রের খবর, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধীর কাছে। কার্যত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে লিখেছেন, আমি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।

উল্লেখ্য, কংগ্রেসের সভাপতি নির্বাচনের শুরুতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম উঠে এলেও তাঁর অনুরাগীদের ব্যাপক বিক্ষোভের ফলে পিছিয়ে যান অশোক গেহলট। জানিয়ে দেন, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার মধ্যেই কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন দক্ষিণের সাংসদ শশী থারুর। গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরই নাম আসে মল্লিকার্জুন খাড়গের। কংগ্রেস সূত্রে খবর, সব মিলিয়ে ২০টি আবেদনপত্র পাওয়া গিয়েছে। তবে গান্ধী পরিবার কাউকেই সরাসরি সমর্থন করছে না।

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...
Exit mobile version