Saturday, August 23, 2025

বৃষ্টির ভ্রূকুটি প্রতি মুহূর্তে। ষষ্ঠীর সন্ধে ভাসিয়েছিল বৃষ্টি। কিন্তু সপ্তমীতে সদয় আকাশ। তাই উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে বিকেল থেকেই জমজমাট ভিড় কলকাতা থেকে জেলায়। সাবেকি হোক বা থিমপুজো- প্যান্ডেলে প্যান্ডেলে (Pandal) জনজোয়ার।

দক্ষিণের চেতলা অগ্রগামী, সুরুচি থেকে উত্তরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা অগ্রণী। মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী, ২৫ পল্লি, একডালিয়া এভারগ্রিন, সেলিমপুর, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক কালচারাল, মুদিয়ালি, হাতিবাগান সর্বজনীনে শুধুই জনজোয়ার।

সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই প্রথম পুজো করছে একডালিয়া এভারগ্রিন। ৮০তম বর্ষে তাদের থিম গুজরাতের সরস্বতী মন্দির। মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সব সময় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেখানের ‘ভ্যাটিকান সিটি’ দেখতে উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভিআইপি রোডে যানজট না হওয়ায়, সে দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন সুজিত। উল্টোডাঙা বা এয়ারপোর্টের দিকে যান চলাচল করছে মোটামুটি মসৃণ ভাবে।

আরও পড়ুন-ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

চেতলা অগ্রণীর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তমীর সন্ধেয় ভেড়ে ঠাসা চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। পিছিয়ে নেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘও। সেখানে এ বারের থিম ‘পৃথিবী আবার শান্ত হবে’। সপ্তমীতে ভিড়ে জমজমাট সুরুচি সংঘও।

দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ত্রিধারা সম্মিলনী। এ বারের থিম ‘দৌড়’। উত্তর কলকাতার টালা প্রত্যয়ে ভিড়ের ধারাবাহিকতা অটুট। সপ্তমীতে ‘ঋতি: দ্য মোশন’ থিম দেখতেও উপচে পড়েছেন দর্শনার্থীরা।

বৃষ্টির আশঙ্কায় চোখ রাঙাচ্ছে প্রতি মুহূর্তে তাই তড়িঘড়ি প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছে উৎসব প্রিয় বাঙালি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version