জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মদিনে ব্যারাকপুরের গান্ধীঘাটে পৌঁছে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশান ব্যক্তিগত কারণে পশ্চিমবঙ্গের বাইরে আছেন। অসুস্থতার কারণে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে ব্যারাকপুরের গান্ধীঘাটে (Gandhi ghat) সকালবেলায় পৌঁছে যান ব্রাত্য বসু (Bratya Basu) । সেখানে গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। ব্যারাকপুর পুলিশের কমিশনারেট সহ স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
