Monday, August 25, 2025

‘অবনমন, উত্তরণ ছাড়া পৃথিবীতে কোথাও পেশাদার ফুটবল লিগ হয় না’ : কনস্ট্যান্টাইন

Date:

অবনমন, উত্তরণ ছাড়া পৃথিবীতে কোথাও পেশাদার ফুটবল লিগ হয় না। আট বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়ান সুপার লিগে (ISL) উত্তরণ, অবনমন চালু হল না। যা নিয়ে প্রতিনিয়ত আইএসএলের মান নিয়ে সোচ্চার হন ফুটবল বিশেষজ্ঞরা। সমালোচকদের তালিকায় নতুন সংযোজন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। ফিফা, এএফসি নির্ধারিত বর্তমান রোডম্যাপ অনুযায়ী আইএসএলে উত্তরণ, অবনমন চালু হওয়ার কথা ২০২৪-২০২৫ মরশুম থেকে। কিন্তু স্টিফেন মনে করেন, তার অনেক আগেই আইএসএলে অবনমন চালু করা উচিত ছিল।

ভারতের সিনিয়র জাতীয় দলকে দু’বারের মেয়াদে কোচিং করানোর সুবাদে এ দেশের ফুটবলকে হাতের তালুর মতো চেনেন কনস্ট্যান্টাইন । এই নিয়ে লাল-হলুদের ব্রিটিশ কোচ বললেন, “আমার মনে হয় ১৪টা দলের লিগ হওয়া উচিত। সেটা সম্ভব না হলে অন্ততপক্ষে ১২ দলের লিগ অবশ্যই করা উচিত। তাহলে প্রতিটি দল হোম-অ্যাওয়ে মিলিয়ে ২২টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর পর পয়েন্ট তালিকায় প্রথম ছ’টি দল এবং শেষ ছ’টি দলকে দু’টি রাউন্ডে ভেঙে দিতে হবে। এর পর প্রথম ছ’টি দল থেকে চ্যাম্পিয়ন এবং শেষ ছ’টি দল থেকে অবনমন নির্ধারণ করা উচিত। এর ফলে একটি দল মরশুমে অন্তত ৩২টি ম্যাচ খেলার সুযোগ পাবে।”

শুক্রবার কেরলের মাঠে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। মঙ্গল বা বুধবার শহর ছাড়বে দল। তার আগে স্টিফেন বললেন, “আমরা প্রস্তুতির নিরিখে বাকি দলগুলির থেকে দু’মাস পিছিয়ে আছি। তাই প্লে-অফে উঠতে গেলে অলৌকিক কিছু করতে হবে।”

আরও পড়ুন:ভয়াবহ ঘটনা ফুটবল মাঠে, চিলিতে অনুশীলন চলাকালীন ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version