Tuesday, November 11, 2025

আজ মহাষ্টমী, মন্ডপে মন্ডপে শুরু অঞ্জলি দেওয়ার প্রস্তুতি

Date:

আজ, সোমবার মহাষ্টমী। তবে এই অষ্টমী পুজোয় অনেক নিয়ম-কানুন আছে। অষ্টমীতে হয় কুমারী পুজো। এদিন, বেলুড়মঠে ভিড় করেন দর্শনার্থীরা। অষ্টমীর দিন বিকেলে হয় সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট। মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো। সন্ধিপুজোর সময় দেবীর পায়ে ১০৮টি লাল পদ্ম উৎসর্গ করা হয়। পাশাপাশি ১০৮টি প্রদীপও জ্বালানো হয়।

সপ্তমীতে কখনও চড়া রোদ, কখনও রিমঝিম বৃষ্টি। তবে ভিড়ে ঘাটতি ছিল না এতটুকু। এবারে মহাষ্টমীর আনন্দ উপভোগের পালা। শুধু আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, উমাবন্দনায় আজ সোমবারের মহাষ্টমী তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু অষ্টমী পুজো এবং তারপরেই অঞ্জলি। এদিনের শাস্ত্রীয় আচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল কুমারীপুজো। বেলুড় মঠে এই কুমারীপুজোই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিকেল হতে না হতেই বেজে উঠবে গভীর মনোযোগের সন্ধিপুজোর ঢাক। এই অষ্টমীর সন্ধ্যার জন্যই বেশিরভাগ আনন্দপিপাসু তুলে রাখেন সবচেয়ে পছন্দের পুজোর পোশাক।

রবিবার সপ্তমী তিথিতে উদ্দীপনার ঢেউ আছড়ে পড়েছে শহরের হাত ধরে গ্রামবাংলাতেও। কলকাতা মহানগরীর সঙ্গে রীতিমতো তাল ঠুকে পাল্লা দিয়েছে দূরের জেলাশহরগুলিও। ফুটে উঠেছে নিখাদ বনেদিয়ানার ঐতিহ্যের নিখুঁত প্রতিচ্ছবি। ৩০০ বছরের রীতি। মালদার চাঁচলের রাজবাড়ি থেকে দেবী সিংহবাহিনী সপ্তমীর সকালে পৌঁছে গেলেন পাহাড়পুরের চণ্ডীমন্দিরে। ৪ দিন দেবী চণ্ডীরূপে পূজিত হয়ে দশমীতে ফিরবেন রাজবাড়িতেই। মুর্শিদাবাদ কাশিমবাজার রাজবাড়ির পুরোহিত হেঁটে গেলেন পাতালেশ্বরের সতীদাহ ঘাটে। কলাবউকে স্নান করিয়ে ঘটে জল ভরে রাজবাড়িতে ফিরে দেবীর চক্ষুদান করে প্রাণপ্রতিষ্ঠার পালা। মা দুর্গার ৪ সন্তানকে সঙ্গে নিয়ে পিতৃগৃহে পদার্পণ সপ্তমীতেই। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দেবীকে ন’টি বৃক্ষ হিসেবে কল্পনা করা হয়। সেই উপলক্ষে কলকাতা-হাওড়ার যমজনগরীতে গঙ্গার ঘাটেঘাটে উপচে পড়েছিল ভিড়। ফিরে ষোড়শ উপাচারে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। বনগাঁর ৩ নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘের পুজোয় এবারে সবুজের বার্তা। মণ্ডপ দুবাইয়ের মিরাকল গার্ডেনের অনুকরণে। বাগবাজার সর্বজনীন থেকে একডালিয়া এভারগ্রিন, দেশপ্রিয় পার্কে সকাল থেকেই জনতার ঢল।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই, নেতৃত্বে শিখর ধাওয়ান


 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version