ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের দুর্গা মণ্ডপে, মৃ*ত ১২ বছরের শিশু সহ ৩

করোনা কাটিয়ে আপামর জনতা মেতেছে দুর্গা আরাধনায়। কিন্তু এই উৎসবের মাঝেই দুঃখের খবর। উত্তরপ্রদেশের একটি পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড। মণ্ডপে আগুন লেগে ঝলসে মৃ*ত্যু হল তিনজনের। তার মধ্যে এক শিশু, এক কিশোর এবং এক মহিলা। আহত আরও ৫২। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহিতে।

জানা গিয়েছে, গতকাল রাত ৯টা নাগাদ মণ্ডপে আগুন লেগে যায়। সেই সময় মণ্ডপের ভিতরে উপস্থিত ছিলেন কমপক্ষে ৩০০ জন মানুষ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক গৌরাঙ্গ রাঠি সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন- Belur Math: মহাঅষ্টমীতে বেলুড় মঠে শুরু কুমারী পুজো