ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র

কয়েক বছর আগে একের পর এক গাড়ি দুর্ঘটনা ঘটে মন্দারমণির সি বিচে। সেই দুর্ঘটনায় মৃতুও ঘটে। এরপর থেকেই সমুদ্র সৈকত গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন

ফের বিতর্কে তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পুজোয় মন্দারমণিতে ঝটিকা সফরে গিয়ে এবার সরকারি বিধিনিষেধকেই তোয়াক্কা করলেন না খোদ সরকারি দলের বর্ষীয়ান বিধায়ক! মন্দারমণির সমুদ্রসৈকতে গাড়ি চালিয়ে নিয়ম ভাঙলেন কামারহাটির বিধায়ক। সেই ছবি আবার পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশন, “ওহ লাভলি”!

প্রসঙ্গত, কয়েক বছর আগে একের পর এক গাড়ি দুর্ঘটনা ঘটে মন্দারমণির সি বিচে। সেই দুর্ঘটনায় মৃতুও ঘটে। এরপর থেকেই সমুদ্র সৈকত গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সি বিচে গাড়ি চালিয়ে বিতর্ক তৈরি করেন মদন মিত্র।

আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের দুর্গা মণ্ডপে, মৃ*ত ১২ বছরের শিশু সহ ৩

উল্লেখ্য, এবার পুজোর শুরুতেই বিতর্কে জড়ান মদন মিত্র (Madan Mitra)।
মহালয়ার দিন বাবুঘাটে গিয়ে রীতিমাফিক গঙ্গায় স্নান করে তর্পণ করেন তিনি। এমনকী, ঘাটের পাশে মালা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতেও! যা নিয়ে
তুমুল সমালোচনার ঝড় ওঠে।

Previous articleভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের দুর্গা মণ্ডপে, মৃ*ত ১২ বছরের শিশু সহ ৩
Next articleহিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধীজি! মামলার পর রাতারাতি বদলাল অসুরের চেহারা