Friday, August 22, 2025

আদি-নব্য দ্বন্দ্ব অব্যাহত, এবার মিঠুন চক্রবর্তীর মন্তব্যে অসন্তোষ বাড়ছে বিজেপিতে

Date:

পুজোর দিনেও রাজনৈতিক জল্পনা (Political speculation) পিছু ছাড়ল না বাংলার। বিভিন্ন দল থেকে লোক ভাঙ্গিয়ে নিয়ে এসে নিজের দলে যোগদান করানর যে কর্মসূচি একুশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি (BJP) এই বাংলায় গ্রহণ করেছিল, তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তার সৈনিকদের। যোগদান মেলার একাধিক কর্মসূচি বুমেরাং হয়ে ফিরেছে বিজেপিতেই (BJP) । তখন থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে শুরু করেছিল। এবার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মন্তব্য ঘিরে বিতর্ক নতুন করে দানা বাঁধল। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন বলে মিঠুন চক্রবর্তী যে মন্তব্য করেছিলেন তাতেই চটেছে আদি বিজেপি (BJP) বলে মনে করা হচ্ছে। যারা দলের মধ্যে রয়েছেন তাদেরকে গুরুত্ব না দিয়ে অন্য দল থেকে লোক নিয়ে আসা সমর্থন করতে পারছেন না দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। খুব স্বাভাবিক ভাবেই মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যকে ভালো চোখে দেখছেন না তাঁরা। যাতে ক্রমশই চওড়া হচ্ছে বিজেপির অভ্যন্তরের ফাটল, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

বিজেপির বাংলায় সেভাবে কোনও প্রভাব নেই, অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। একুশের বিধানসভা নির্বাচনের আগে যাঁরা দল ছেড়েছিলেন, তারা অনেকেই দলে ফিরে আসতে চান বলে জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একবার এই পন্থা নিতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে। তাহলে আবার সেই দল ভাঙানোর খেলা কেন? দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব না দিয়ে আবার অন্য দল থেকে লোক নিয়ে আসার এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে। নিজেদের সংগঠন মজবুত না করে ‘ভাড়াটে সৈন‌্য’ দিয়ে দল কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির আদি নেতারা। মিঠুন চক্রবর্তীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন তিনি কিছুই জানেন না। সুতরাং জনগণের সঙ্গে সংযোগ বাড়ান তো দূরের কথা নিজের দলের কর্মী নেতৃত্বদেরই একে অন্যের সঙ্গে যে স্পষ্ট কোনও যোগাযোগ নেই সেটা আবারও বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version