Wednesday, May 14, 2025

ভয়াবহ তুষারঝড় উত্তরকাশীতে: ট্রেকিংয়ে গিয়ে মৃত ৪, আটকে কমপক্ষে ২৯ পর্বতারোহী

Date:

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ তুষারধস। ধসের জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলছে। কমপক্ষে ২৯ জন পর্বতারোহী তুষারধসে (Avalanche) আটকে পড়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের দ্রৌপদ্রীতে ডান্ডা-২ পর্বত শৃঙ্গে আরোহনের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। পর্বতারোহী দলটি উত্তরকাশীর নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (Neheru Mountaining Institute) পর্বতারোহণের প্রশিক্ষণ নিচ্ছিল। এই ডান্ডা-২ পর্বতশৃঙ্গটি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে (Gangotri Range) অবস্থিত।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, দ্রৌপদীর ডান্ডায় তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর দল সহ জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, সেনা এবং আইটিবিপি জওয়ানরা (ITBP Jawan) যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছনোর চেষ্টা করছেন।

পুষ্কর সিং ধামি টুইটারে আরও লিখেছেন, তিনি ওই উদ্ধারকাজে সেনার সাহায্যের জন্য দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর (Rajnath Singh) সঙ্গে আলোচনা করছেন। প্রতিরক্ষামন্ত্রী তাঁকে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তথ্য অনুযায়ী, এই পর্বতারোহীরা তাদের অভিযানের সময় তুষারঝড়ের কবলে পড়েন।

আরও পড়ুন:‘সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে আছে’, কটাক্ষ কুণালের

Related articles

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...
Exit mobile version