Wednesday, December 17, 2025

ভয়াবহ তুষারঝড় উত্তরকাশীতে: ট্রেকিংয়ে গিয়ে মৃত ৪, আটকে কমপক্ষে ২৯ পর্বতারোহী

Date:

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ তুষারধস। ধসের জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলছে। কমপক্ষে ২৯ জন পর্বতারোহী তুষারধসে (Avalanche) আটকে পড়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের দ্রৌপদ্রীতে ডান্ডা-২ পর্বত শৃঙ্গে আরোহনের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। পর্বতারোহী দলটি উত্তরকাশীর নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (Neheru Mountaining Institute) পর্বতারোহণের প্রশিক্ষণ নিচ্ছিল। এই ডান্ডা-২ পর্বতশৃঙ্গটি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে (Gangotri Range) অবস্থিত।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, দ্রৌপদীর ডান্ডায় তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর দল সহ জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, সেনা এবং আইটিবিপি জওয়ানরা (ITBP Jawan) যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছনোর চেষ্টা করছেন।

পুষ্কর সিং ধামি টুইটারে আরও লিখেছেন, তিনি ওই উদ্ধারকাজে সেনার সাহায্যের জন্য দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর (Rajnath Singh) সঙ্গে আলোচনা করছেন। প্রতিরক্ষামন্ত্রী তাঁকে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তথ্য অনুযায়ী, এই পর্বতারোহীরা তাদের অভিযানের সময় তুষারঝড়ের কবলে পড়েন।

আরও পড়ুন:‘সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে আছে’, কটাক্ষ কুণালের

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version