Wednesday, August 27, 2025

সেরার লড়াইয়ে দক্ষিণ কলকাতার (Kolkata)দুই হেভিওয়েট পুজো মানেই একদিকে সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha) আর অন্যদিকে চেতলা অগ্রণীর (Chetla Agrani) পুজো। একদিকে পৃথিবী শান্ত হওয়ার বার্তা অন্যদিকে ষোলকলা পূর্ণ করার দাবি। এসবের মাঝেই নবমীর সন্ধ্যায় এক অচেনা ছবি নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘর পুজো মণ্ডপে। চেতলার দাদা এবার সপরিবারে ভাই অরূপের (Arup Biswas) পুজো দেখতে নবমীর সন্ধ্যায় দাদা ফিরহাদ হাকিম (Firhad Hakim) হাজির নিউ আলিপুরে। সেখানেই অন্য মুডে পাওয়া গেল দুই হেভিওয়েটকে।

পুজো মানে হুল্লোর উন্মাদনা এসব তো থাকেই, তার সঙ্গে থাকে পুজো পাগলদের সেরার সেরা হওয়ার ঠান্ডা লড়াই। সেই প্রতিযোগিতায় অরুপ বিশ্বাস আর ফিরহাদ হাকিমের পুজো নিয়ে চলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। কিন্তু বাস্তবে তো কোনও লড়াই নেই সবটাই যে মানুষের তৈরি। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে পুজোর শেষ লগ্নে তাই কলকাতার মহানাগরিক চলে গেলেন সুরুচির পুজো দেখতে । চমকে গেলেন অনেকেই। তবে রাজ্যের দুই মন্ত্রী তখন অন্য মেজাজে। আড্ডা দিলেন, গল্প করলেন, এমনকি ঢাক বাজালেন দু’জনে একসঙ্গে। আর ঢাকের তালে সঙ্গত করলেন ফিরহাদের দুই মেয়ে। সব মিলিয়ে সুরুচির নবমীর সন্ধ্যা ছিল জমজমাট। কেমন লাগল সুরুচি সংঘের পুজো? ফিরহাদ বলছেন দারুণ ব্যাপার। তবে অরূপ বিশ্বাস কী বলছেন চেতলা অগ্রণীর পুজো নিয়ে? মন্ত্রীর উত্তর আগামিকাল দুপুরে ‘ ষোলকলা পূর্ণ ‘ হবে।

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version