Thursday, August 28, 2025

বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

Date:

কোনও মহিলা বিবাহবিচ্ছেদের আগে তাঁর স্বামীর ঘর ছেড়ে চলে গেলে পরবর্তীকালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫ (Domestic Violence Act) অনুযায়ী নারীর সুরক্ষার অধীনে সেখানে বসবাসের অধিকার চাইতে পারেন না। এমনকি বিবাহবিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে তাঁর আবেদন যদি মুলতুবি থাকে তাহলেও ওই মহিলা কোনওরকম অধিকার দাবি করতে পারেন না। শুক্রবার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল বম্বে হাইকোর্টের (Bombay High Court) ঔরঙ্গাবাদ বেঞ্চ।

মহারাষ্ট্রের এক মহিলা বিবাহ বিচ্ছেদের (Divorce) পর প্রাক্তন স্বামীর ঘরে বসবাসের অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। দায়ের করেন মামলা। সেই মামলায় নিম্ন আদালত ওই মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীর বাড়িতে বসবাসের অনুমতি দিয়েছিল। এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন মহিলার স্বামী। আইনজীবী হাইকোর্টের বিচারপতি সন্দীপকুমার মোরের সিঙ্গেল বেঞ্চে জানান, বিবাহ বিচ্ছেদের আগেই ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তিনি সেখানে বসবাসের অধিকার দাবি করতে পারেন না। তবে ওই মহিলা পরে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় ম্যাজিস্ট্রেট কোর্টে (Magistrate Court) মামলা দায়ের করেন। পরে আদালত তাঁর আবেদন মেনে স্বামীকে খোরপোশ-সহ বাড়ি ভাড়া দিতে নির্দেশ দেয়। মহিলাকে স্বামীর বাড়িতে থাকার অধিকারও দেয়। কিন্তু এরপরই বাধে বিপত্তি। রায়ের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে যান স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

বিচারপতি সন্দীপ কুমার মোরে জানান, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের ১৭ ধারা অনুযায়ী, মহিলার স্বামীর ঘরে বসবাসের অধিকারের অধিকার রয়েছে ঠিকই, তবে ওই মহিলা যেহেতু বিবাহ বিচ্ছেদের আগে ঘর ছেড়ে দিয়েছিলেন তাই তিনি সেই সুযোগ পাবেন না। হাইকোর্ট আরও উল্লেখ্য করেছে, ওই মহিলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তাঁকে বিবাহ বিচ্ছেদের আগে শ্বশুড়বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই বলে নিম্ন আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version