Sunday, May 11, 2025

দালালের মাধ্যমে মালয়েশিয়া যাত্রা; বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ২৯

Date:

খায়রুল আলম, ঢাকা: দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় অন্তত ৮০ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। পুলিশ ও কোস্ট গার্ড ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ৪৮ জন নানাভাবে পাড়ে উঠলেও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৯ জন। সাগর উত্তাল থাকায় ট্রলারটি দুলছিল। কয়েক কিলোমিটার গিয়ে ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। কয়েকজন রোহিঙ্গা প্লাস্টিকের গ্যালন, কাঠের তক্তায় ভেসে ও সাঁতরে উপকূলে ওঠে। সাঁতরে তীরে ফেরা আনোয়ার খালেক মঙ্গলবার সকালে ট্রলারডুবির এমন বর্ণনা দিয়েছেন। তিনি হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। তিনি জানান, গভীর সমুদ্রে অপেক্ষমাণ বড় জাহাজে তোলার কথা বলে তিনদিন আগে দালালচক্র শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে যায় টেকনাফের বাহারছড়ায়।

সোমবার মধ্যরাতে বাহারছড়া সৈকতের বাইন্যাপাড়া ও হলবনিয়া এলাকার ৮০ জনকে একটি ট্রলারে ওঠানো হয়। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর উপকূলে ভোরে ট্রলারটি ডুবে যায়।
মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। তারা ৪ বাংলাদেশিসহ ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে। পুলিশ ও কোস্ট গার্ড জানিয়েছে, তারা মূলত ট্রলারে করে অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। সোমবার রাতে দালালচক্রটি রোহিঙ্গাদের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের বাইন্যাঘেনা এলাকায় একটি বাড়িতে নিয়ে রাখে। ভোরের দিকে তারা ছোট ট্রলারে করে হলবনিয়া সৈকত থেকে গভীর সাগরে অপেক্ষায় থাকা বড় ট্রলারের উদ্দেশে রওয়ানা হয়। কিছুদূর যাওয়ার পর সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:এশিয়া কাপে জয়ের হ‍্যাটট্রিক ভারতের, আমিরশাহিকে ১০৪ রানে হারাল স্মৃতি মান্ধনারা

Related articles

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal...

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...
Exit mobile version