২০২২ সালের পদার্থবিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পেলেন ইউরোপ ও আমেরিকার ৩ বিজ্ঞানী। ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক জন ফ্রান্সিস ক্লাউসার, প্যারিসের ইকোল পলিটেকনিকের প্রফেসর অ্যালান আসপেক্ট এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্টন জাইলিঙ্গার-কে চলতি বছরের জন্য নোবেল প্রাপক হিসেবে ঘোষণা করা হল। কোয়ান্টাম ফিজিক্স বিশেষত ফোটন কণার উপর এই তিনজনের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার।
নোবেল কমিটি জানিয়েছে, এই বিজ্ঞানীরা কোয়ান্টাম ফিজিক্সে যুগান্তকারী পরীক্ষা পরিচালনা করেছেন যেখানে দুটি কণা আলাদা হওয়ার পরেও অভিন্ন এককের মতো আচরণ করে। এই ফলাফল বিজ্ঞানের দুনিয়ায় নতুন প্রযুক্তির দুয়ার খুলে দিয়েছে। নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তাঁরা কার্যত যুগান্তকারী গবেষণা করে প্রতিষ্ঠা করেছেন এই উদ্ভাবন, জানিয়েছে নোবেল কমিটি। সেই কারণেই তাঁরা এবছরের নোবেল পুরস্কার প্রাপক।
আরও পড়ুন- রাজস্থানে গেহলট-পাইলট দড়ি টানাটানি অব্যাহত, ঘুঁটি সাজাচ্ছে দুই শিবিরই