Tuesday, November 4, 2025

আগামিকাল আইএসএল-এর প্রথম ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স

Date:

আগামিকাল আইএসএলের (ISL) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গত দু’মরশুমের ব‍্যর্থতা ভুলে নতুন করে অধ‍্যায় শুরু করতে চান লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

কেরলের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ কোচ বলেন,” অতীত, অতীতই। গত দু’বার যা হয়েছে, তা আমার হাতে ছিল না। কিন্তু এই মরশুমে কী হতে পারে, তার কিছুটা আমার হাতে। সবাই খুব পরিশ্রম করেছে। ছ’সপ্তাহ আগে আমার হাতে মাত্র ১২ জন ছিল। এখন আমার স্কোয়াডে ২৬ জন আছে। তারা সবাই যথেষ্ট পরিশ্রম করেছে। এখনও আমরা পুরোপুরি তৈরি নই ঠিকই। তবে এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি। কাল আমরা হারার জন্য নামব না। আমরা জেতার জন‍্য মাঠে নামব। নিজেদের ১০০% দেব।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” প্রত্যেক ফুটবলারকে মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। ভুল হতেই পারে। ভুল ক্ষমা করে দিই। কিন্তু যারা চেষ্টা করে না, তাদের ক্ষমা করতে পারি না।”

এদিকে আইএসএল-এ নকআউটে ওঠা নিয়ে স্টিফেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,” ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলগুলোও কোনও না কোনও সময় প্রিমিয়ার লিগে অবনমনের আওতায় পড়েছে। কেউ যদি ঠিক পথে না চলে, তা হলে তাকে তার মাশুল দিতেই হবে। আমাদের ক্লাবের বয়স ১০৩ বছর। সেই ইতিহাসের দিকে তাকালে তো ভাল লাগেই। কিন্তু সেই ইতিহাস ধরে রাখতে গেলে বর্তমানেও সাফল্য ধরে রাখতে হয়। সেই চেষ্টাই করব।”

আরও পড়ুন:কিশোর কুমারের বাড়ি কিনে রেস্তোরাঁ বানালেন বিরাট, গাইলেন গান

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version