Wednesday, August 27, 2025

ফের মুকেশ আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি! ফোন এল রিল্যায়েন্স হাসপাতালে

Date:

মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি! প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (HN Reliance Foundation Hospital) ল্যান্ডলাইন নম্বরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি আম্বানি পরিবারের সদস্য স্ত্রী নীতা ও দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানিকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার পরই ডিবি মার্গ থানায় (D B Marg Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত (Investigation) শুরু করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফোনে অ্যান্টিলিয়া (Antilia) উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রিলায়েন্সের অভিযোগ, ফের বিকাল ৫টা ০৪ মিনিট নাগাদ একই ধরণের হুমকি ফোন আসে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner) জানিয়েছেন, ইতিমধ্যে তিনটি টিম তৈরি করে ফোন কলগুলি (Phone Calls) খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্টি সাবোতাজ টিম (Anti Sabotage Team) ও বোম্ব স্কোয়াড (Bomb Squad) অ্যান্টিলিয়া ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে। পুলিশের ধারণা ফোনটি রাজ্যের বাইরে থেকে এসেছিল। ঘটনার পর হাসপাতাল ও অ্যান্টিলিয়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গত ১৫ অগাস্ট একইভাবে হাসপাতালে অন্তত আটটি ফোন এসেছিল। সেখানেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানিকে নিশানা করে হুমকি ফোন এসেছিল। এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে পাকড়াও করেছিল পুলিশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version