Monday, August 25, 2025

৬২ জনের সংসার! জীবনে শান্তির খোঁজে ‘পঞ্চমবার’ বিয়ের পিঁড়িতে শওকত

Date:

চার স্ত্রী আর বেঁচে নেই। জীবনে তিনি বড্ড একা। আর একাকীত্ব কাটাতেই পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের বাসিন্দা শওকত (Shaukat)। তবে পাঁচবার বিয়ের গল্পে নতুনত্ব তেমন কিছুই নেই। অনেকে এর থেকে বেশিবার বিয়ের পিঁড়িতে বসেছেন। কিন্তু শওকতের পরিবারের সদস্য সংখ্যা (Family Member) চমকে দেওয়ার মতো। তাঁর দশ মেয়ে ও এক ছেলে রয়েছে। এছাড়া ৪০ জন নাতি নাতনি সহ ৬২ জনের ভরা সংসার। হ্যাঁ, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন পাকিস্তানের এই বছর ৫৬-র বাসিন্দা। শওকতের জীবনের অজানা গল্প শেয়ার করেছেন পাকিস্তানের এক ইউটিউবার (Youtuber)।

এর আগে চারবার বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রকৃত অর্থে সুখী হতে পারেন নি তিনি। তাঁর ৪ স্ত্রীর মৃত্যুর পর একাকীত্ব (Loneliness) কাটাতে পঞ্চমবার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। শওকত স্বীকার করে নেন, তাঁর চার স্ত্রী বেঁচে নেই। তাই একাকীত্ব কাটাতে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তিনি জীবনে বড্ড একা। তবে পঞ্চমবার বিয়ে করে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। পাশাপাশি শওকত জানান, বিয়ের বিষয়ে কীভাবে তাঁর দুই অবিবাহিতা মেয়ে উৎসাহ জুগিয়েছে।

এছাড়া শওকতের সদ্যবিবাহিতা স্ত্রী জানান, এই বড় সংসার নিয়ে তিনি অত্যন্ত খুশি। তবে এত বড় সংসারের রান্না একা হাতে সামাল দেওয়ার প্রশ্নে কার্যত দিশাহীন হয়ে পড়েন নববধূ। মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান তিনি। সম্প্রতি সৌদি আরবের বাসিন্দা ৬৩ বছর বয়সী আবু আবদুল্লাহ (Abu Abdullah) তাঁর ৫৩ তম বিয়ে সেরে সংবাদ শিরোনামে আসেন। জানান, সখে নয় জীবনে সুখের জন্য এতবার বিয়ে করেছেন তিনি।

আরও পড়ুন:গাড়িতে তুলে স্কুল ছাত্রীদের গণধ*র্ষণ, নির্মম অত্যাচারের পরেও ৩০ বছর ধরে অধরা অভিযুক্তরা

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version