Monday, August 25, 2025

দুর্গাপুজো মিটলেই প্রাথমিকে টেটের আবেদন গ্রহণ, যোগ্যতা মান কী?

Date:

দুর্গাপুজো মিটলেই রাজ্যে প্রাথমিকে টেটের (TET) আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। ১১ অক্টোবর থেকে একটি পোর্টাল (Portal) চালু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মাধ্যমে চাকরিপ্রার্থীরা অনলাইনে (Online) আবেদনপত্র তুলতে ও জমা দিতে পারবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে প্রাথমিক টেটের নিয়মে কোনও বদল আসছে না। পুরনো নিয়মেই হবে পরীক্ষা। পর্ষদের তরফে জানানো হয়েছে, ১১ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

কারা প্রাথমিকে টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন?
• ২০২০-২২ বা আগের সেশনে ডিএলএড, ডিএড বা বিএড করছে বা করেছে এবং অন্তত পার্ট ওয়ানে উত্তীর্ণ হয়েছে, তাঁরাও টেট ২০২২-এ পরীক্ষায় বসতে পারবেন।
• তবে ২০২০-২২ সেশনের পর কোনও সেশনের ছাত্রছাত্রীরা এবারের টেট পরীক্ষায় বসতে পারবেন না।
• যাঁরা ডিএলএড, ডিএড বা বিএড কোয়ালিফায়েড তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
• সংরক্ষিত আসনে যাঁরা পরীক্ষা দেবেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, বিশেষ ক্ষমতা সম্পন্নদের ৪৫% নম্বর থাকতে হবে।
• যাঁরা ইতিমধ্যে বিএড করেছেন বা করছেন তাঁদের স্নাতক স্তরে ৫০% নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের নম্বর থাকতে হবে ৪৫% ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের প্রতিটি জেলা থেকে আনুমানিক কত সংখ্যক চাকরিপ্রার্থী প্রাথমিক টেটে বসতে পারে তার হিসাব ধরে পরীক্ষা কেন্দ্রের তালিকা চেয়েছিল। ইতিমধ্যে সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের হাতে চলে এসেছে। কয়েক লাখ চাকরিপ্রার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা।

আরও পড়ুন- শনিবার রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভাল, একগুচ্ছ নির্দেশ পুলিশের

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version