আফ্রিকায় ভারতীয় কাফ সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু, দেশে এই সিরাপ বিক্রি হয় না দাবি সরকারের

0
1

ভারতের তৈরি কাফ সিরাপ(cough syrup) খেয়ে আফ্রিকায় ৬৬ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ করা হয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুত কারক সংস্থা এই ওষুধ তৈরি করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতেও(India) কি বিক্রি হয় এই কাশির সিরাপ গুলি। যদিও সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের সিরাপ ভারতে বিক্রি হয় না। ভারতীয় সংস্থা এই ওষুধ তৈরি করলেও তা কেবলমাত্র বিদেশে রপ্তানি করা হতো।

মেডেন ফার্মাসিউটিক্যাল নামের ওই ভারতীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে তারা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু। এ বিষয়ে হু প্রধান টেড্রস গেব্রেয়াসাস টুইট করে বিবৃতি দিয়েছেন। টুইটারে তিনি লেখেন, এমন তরতাজা শিশুদের এইভাবে চলে যাওয়া, তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। সেই জন্য হু-এর তরফ থেকে মেডিক্যাল সতর্কতা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, বিশেষ চারটি কফ সিরাপ খাওয়ার ফলে কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে।

এরপর আরো একটি টুইটে গোটা ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলা হয়েছে “ওই চারটি কফ সিরাপ ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালের তৈরি। ইতিমধ্যেই ওই কোম্পানি সম্পর্কে তদন্ত শুরু করেছে হু। তাছাড়াও ভারতীয় আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে পরবর্তী আলোচনা করা হবে।” গোটা ঘটনার পর ইতিমধ্যেই ভারতের তরফের তদন্ত শুরু করা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। জানা গিয়েছে, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।