Wednesday, August 27, 2025

উইঘুর মুসলিমদের উপর ‘অত্যাচার’, রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট দিল না ভারত

Date:

শিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের( Muslim) ওপর মানবাধিকার লঙ্ঘনের(human rights) অভিযোগ চিনের(China) বিরুদ্ধে নতুন নয়, আর এই ইসুতেই চিন প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে(UN) খসড়া প্রস্তাব তৈরি করেছিল পরিষদের কোর সদস্য কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, তুরস্ক, ব্রিটেন এবং আমেরিকা। তবে এ প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলো ভারত। পরিষদের ৪৭ টি সদস্য দেশের মধ্যে ১৭ টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে চিনসহ ১৯ টি দেশ। আর ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, ব্রাজিল, মেক্সিকো এবং ইউক্রেন-সহ ১১টি দেশ।

চিনের উইঘুর সম্প্রদায়ের ওপর দমনমূলক নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরব মানবাধিকার সংগঠনগুলি। অভিযোগ উঠেছে বলপূর্বক ওই সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস বদলে দেওয়া হচ্ছে। শিক্ষার শিবির চালানোর নামে ১০ লক্ষ উইঘুরকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। যার জেরেই এদিন রাষ্ট্রপুঞ্জে পেশ হয় চীনের বিরুদ্ধে খসড়া প্রস্তাব। তবে সেখানে ভোটদান থেকে বিরত থেকে ভারত স্পষ্ট করে দিল অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত একেবারেই মাথা ঘামাবেনা। অবশ্য এই ঘটনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের দাবি, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় তো বটেই রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভারত আওয়াজ তুললে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর সুযোগ পেয়ে যাবে বেজিং। তাই ভারত চায় না জেনে বুঝে চিনের হাতে অস্ত্র তুলে দিতে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। শ্রীলংকার ক্ষেত্রেও নিয়েছে একই ভূমিকা। সেই ছবি এবার দেখা গেল চিনের প্রতিও।

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version