Thursday, August 21, 2025

স্রোতে ভেসে যাচ্ছিল বহু মানুষ, জলে ঝাঁপ দিয়ে বহু প্রাণ বাঁচালেন মালবাজারের মানিক

Date:

প্রতিমা বিসর্জন দেখতে আনন্দে মাতোয়ারা তখন মালবাজারবাসী। মাল নদীর ঘাটে তখন এককথায় খুশির মেজাজ। কিন্তু আচমকাই নদীতে হড়পা বান আসায় আনন্দের সুর তখন বিষাদে পরিণত হয়েছে। জলের তোড়ে ভেসে যেতে থাকে অসংখ্য মানুষ। আর সেই দৃশ্য দেখে নিজের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়েন এক যুবক। অন্তত ১০ জনের প্রাণ বাঁচান সে। তারপর থেকেই মালবাজারের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মহম্মদ মানিক এখন রিয়েল হিরো।

আরও পড়ুন:  মার্লিন সেরা পুজো ২০২২

দশমীর দিনের ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছেন না মানিক। তিনি বলেন, বিসর্জন দেখতে সেও উপস্থিত ছিলেন মাল নদীর ঘাটে। আচমকাই হড়পা বান আসায় স্রোতের টানে খড়কুটোর মতো ভেসে নিয়ে যাচ্ছিল সাধারণ মানুষগুলোকে। আর তা দেখে এক মুহূর্তও নষ্ট না করে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে নামি। এরপর একের পর একজনকে টেনে তুলতে থাকেন মানিক। অন্তত ১০ জনকে উদ্ধার করেন তিনি।আর সেই কাজের জন্যই এখন নানা সম্মানে ভূষিত হচ্ছেন তিনি।

উদ্ধারে নেমে নিজের শরীরের কথা একরকম ভুলেই গিয়েছিল মানিক। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়।

ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ দশমীর রাতে বিসর্জন ঘাটে জড়ো হয়েছিলেন। কিন্তু হড়পা বান আসে নদীতে। অনেকেই জলের তোড়ে ভেসে যেতে থাকেন। তখনই ভেসে যাওয়া মানুষদের প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন মানিক।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version