Saturday, January 31, 2026

আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল

Date:

Share post:

আজ জেলায় জেলায় পুজো কার্নিভাল। বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে তৈরি জেলার পুজো কমিটিগুলি। ইউনেস্কোর বাংলা দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতির সম্মান জানিয়ে জেলায় জেলায় পুজোর বিশেষ কার্নিভালের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো শুক্রবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।তবে মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে জলপাইগুড়ি জেলার পুজো কার্নিভাল।

আরও পড়ুন:দুর্গাপুজোয় কেন কলাবউকে স্নান করানো হয়?

এই প্রথম প্রতিটি জেলায় পুজোকে নিয়ে বিশেষ কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিটি জেলায় একইসঙ্গে হবে এই কার্নিভাল অনুষ্ঠান। এই কার্নিভাল অনুষ্ঠানকে কী ভাবে পরিচালিত করা হবে তার জন্য ২৫ দফার গাইডলাইন দেওয়া হয়েছে।

কী রয়েছে সেই গাইডলাইনে?

১) পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে কোন মহকুমা শহরে এই শোভাযাত্রা বা কার্নিভালের আয়োজন করতে হবে।

২) যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই কমিটিগুলিকে চিহ্নিত করে এবং প্রয়োজনে বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য গঠিত জেলার বিচারক মন্ডলীর মতামত গ্রহণ করে সেই পুজো কমিটিগুলিকে নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করানো যেতে পারে।

৩) যে সমস্ত পুজো কমিটি গুলি এই কার্নিভালে অংশগ্রহণ করবেন তারা প্রতিমা বহনের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারে।

৪) সে ক্ষেত্রে প্রত্যেকটি পুজো কমিটির মূল মঞ্চের সামনে দুই মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে পারবে।

৫) এই কার্নিভালের জন্য জেলাগুলির বিভিন্ন এলাকা যথাযথ ব্র্যান্ডিং দিয়ে সুসজ্জিত করতে হবে এবং মূল মঞ্চের ব্র্যান্ডিং সকল যেটা যাতে একই ধরনের হয় তার জন্য নবান্নের তরফে একটি নকশাও দেওয়া হবে।

৬) রাস্তা দু’ধারে যাতে সাধারণ মানুষ দাঁড়াতে পারেন বা বসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৭) পাশাপাশি সাধারণ মানুষ যাতে জেলাগুলির বিভিন্ন প্রান্তে এই কার্নিভালটি ভালো ভাবে দেখতে পান তার জন্য এলইডির ব্যবস্থা করতে বলা হয়েছে।

৮ ) যে পুজো কমিটিগুলি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদের কোন কোন ঘাটে প্রতিমা বিসর্জন করবে তা আগে স্থির করে নিতে হবে।

৯) কার্নিভালকে কেন্দ্র করে যাতে যানজট না হয় অঞ্চলে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় তার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠান স্থল কেমন হবে তা নিয়েও গাইডলাইনে একাধিক তথ্য দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ২৫ দফার গাইডলাইন কে মেনে জেলাগুলিকে একটি সমন্বয় কমিটি তৈরি করে কার্নিভালকে শান্তিপূর্ণভাবে করার কথা বলা হয়েছে সেই গাইডলাইনে।

spot_img

Related articles

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা! বাংলা-বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল

শাহর সভা শুরুর আগেই তার আসল চেহারা বাংলার সামনে তুলে ধরল বাংলার শাসক দল। যে অমিত শাহ ২০১৪...

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...