Thursday, August 21, 2025

জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে জটিলতা অব্যহত! পিছল কার্বন ডেটিং নিয়ে জবাবদিহির সময়সীমা

Date:

Share post:

জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Case) শিবলিঙ্গের (Shivling) কার্বন ডেটিং (Carbon Dating) নিয়ে জবাব দেওয়ার জন্য ৪ দিন সময় দিল বারাণসীর জেলা আদালত (Varanasi District Court)। শুক্রবার এই মামবার শুনানি চলাকালীন আদালত সাফ জানায়, আগামী ১১ অক্টোবরের মধ্যে মুসলিম পক্ষকে এই সংক্রান্ত জবাব দিতে হবে। এই বিষয়ে হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, আদালত আমাদের দুটি বিষয়ে স্পষ্ট করতে বলেছেন-

• মসজিদের ভিতরে যে কাঠামো পাওয়া গিয়েছে তা এই মামলার সঙ্গে যুক্ত সম্পত্তির অংশ কিনা?
• আদালত কি বৈজ্ঞানিক তদন্তের জন্য কমিশন জারি করতে পারে?

আমরা আমাদের উত্তর জমা দিয়েছি। এবার মুসলিম পক্ষের জবাব দেওয়ার পালা। তবে এদিন আবেদনের শুনানি ১১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেশ। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো করার অনুমতি চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতে মসজিদের ভিডিওগ্রাফিও (Videography) করা হয়। সেই সময় মসজিদের ওজুখানায় একটি পাথর দেখা যায়। সেই পাথরটিকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করেন মামলাকারীরা। নিজেদের দাবিকে প্রমাণ করতে ‘কার্বন ডেটিং’-এর প্রস্তাবও দেওয়া হয়। সম্প্রতি সেই সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করে বারাণসী জেলা আদালত। বর্তমানে সেই মামলার শুনানি চলছে।

২০২১ সালের অগাস্ট মাসে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদকে হিন্দু মন্দির দাবি করে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বারাণসীর আদালতে। এরপর সেই আবেদনের প্রেক্ষিতে আদালত একটি সমীক্ষার নির্দেশ দেয়। বিতর্ক সত্ত্বেও সেই সমীক্ষা সম্পন্ন হয়। এদিকে মুসলিম পক্ষের দাবি, ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন অনুযায়ী এই মামলা ভিত্তিহীন। যদিও হিন্দুপক্ষের দাবি, ১৯৪৭ সালের পরেও এখানে পুজো হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হিন্দুপক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর। বারাণসী জেলা আদালত ১১ অক্টোবর সে বিষয়ে পরবর্তী নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...