Wednesday, August 27, 2025

জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে জটিলতা অব্যহত! পিছল কার্বন ডেটিং নিয়ে জবাবদিহির সময়সীমা

Date:

জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Case) শিবলিঙ্গের (Shivling) কার্বন ডেটিং (Carbon Dating) নিয়ে জবাব দেওয়ার জন্য ৪ দিন সময় দিল বারাণসীর জেলা আদালত (Varanasi District Court)। শুক্রবার এই মামবার শুনানি চলাকালীন আদালত সাফ জানায়, আগামী ১১ অক্টোবরের মধ্যে মুসলিম পক্ষকে এই সংক্রান্ত জবাব দিতে হবে। এই বিষয়ে হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, আদালত আমাদের দুটি বিষয়ে স্পষ্ট করতে বলেছেন-

• মসজিদের ভিতরে যে কাঠামো পাওয়া গিয়েছে তা এই মামলার সঙ্গে যুক্ত সম্পত্তির অংশ কিনা?
• আদালত কি বৈজ্ঞানিক তদন্তের জন্য কমিশন জারি করতে পারে?

আমরা আমাদের উত্তর জমা দিয়েছি। এবার মুসলিম পক্ষের জবাব দেওয়ার পালা। তবে এদিন আবেদনের শুনানি ১১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেশ। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো করার অনুমতি চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতে মসজিদের ভিডিওগ্রাফিও (Videography) করা হয়। সেই সময় মসজিদের ওজুখানায় একটি পাথর দেখা যায়। সেই পাথরটিকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করেন মামলাকারীরা। নিজেদের দাবিকে প্রমাণ করতে ‘কার্বন ডেটিং’-এর প্রস্তাবও দেওয়া হয়। সম্প্রতি সেই সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করে বারাণসী জেলা আদালত। বর্তমানে সেই মামলার শুনানি চলছে।

২০২১ সালের অগাস্ট মাসে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদকে হিন্দু মন্দির দাবি করে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বারাণসীর আদালতে। এরপর সেই আবেদনের প্রেক্ষিতে আদালত একটি সমীক্ষার নির্দেশ দেয়। বিতর্ক সত্ত্বেও সেই সমীক্ষা সম্পন্ন হয়। এদিকে মুসলিম পক্ষের দাবি, ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন অনুযায়ী এই মামলা ভিত্তিহীন। যদিও হিন্দুপক্ষের দাবি, ১৯৪৭ সালের পরেও এখানে পুজো হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হিন্দুপক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর। বারাণসী জেলা আদালত ১১ অক্টোবর সে বিষয়ে পরবর্তী নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version