শনিবার চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ পুলিশের, সহযোগিতা করবেন: আশ্বাস আন্দোলনকারীদের

শনিবার রেড রোডে বর্ণাঢ্য পুজো কার্নিভাল (Pujo Carnival)। সেই কারণে মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে ময়দান থানার পুলিশ। এই নির্দেশ মেনে একদিনের জন্য ধর্না বন্ধ রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার, রেড রোডে কার্নিভালে উপস্থিত থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি ও মন্ত্রিসভার সদস্যদের। ফলে, ওই অঞ্চল-সহ আশপাশের এলাকাতেও কড়া নিরাপত্তা থাকবে। নিরাপত্তাজনিত কারণে চাকরিপ্রার্থীদের ওইদিন ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে।

রেড রোডে দুর্গাপুজোর (Durga Pujo) কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। ওই রাস্তায় অদূরেই ধর্নায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। ওই এলাকাটি স্পর্শকাতর। শনিবার যথেষ্ট ভিড় হবে বলে মনে করছে পুলিশ। কার্নিভালে যোগ দেবে শতাধিক পুজো কমিটি। এমন হাইসিকিউরিটি জোন থাকায় নিরাপত্তার কারণেই আন্দোলনকারী শনিবার ধর্নায় না বসতে বলা হয়েছে।