Friday, November 14, 2025

সায়গলকে দিল্লি নিয়ে যেতে ‘গলদঘর্ম’ ইডি, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা

Date:

আসানসোল সংশোধনাগারে (Asansol Jail) গিয়ে শুক্রবার গরুপাচার কাণ্ডে (Cow Smuggling Case) জিজ্ঞাসাবাদের (Interrogation) সময় জেলের মধ্যেই সায়গল হোসেনকে (Sehgal Hussain) গ্রেফতার করেছিল ইডি (Enforcement Directorate)। এরপর সায়গলকে নিজেদের হেফাজতে (Custody) দিল্লি (Delhi) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও মিলল না অনুমতি। আইনি জটিলতার কারণেই ইডির নাগালে এখনও আসেনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী (Bodyguard)।

শুক্রবার বেলা ১ টা ১০ নাগাদ সায়গলকে জেলের মধ্যেই গ্রেফতার করে ইডি অধিকারিকরা। এর কিছুক্ষণের মধ্যেই ইডি সায়গলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) করে ট্রানজিট রিমান্ডের (Transit Remand) আর্জি প্রথমে শোনেননি আসানসোল আদালতের বিচারক। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে চেয় শুক্রবার সন্ধ্যায় ইডি আসানসোল ডিস্ট্রিক্ট ভোকেশন্যাল আদালত (District Vocational Court) অর্থাৎ আসানসোল জেলা অবসরকালীন বিশেষ আদালতের দ্বারস্থ হয়। এরপর রাত ৯ টা নাগাদ সেই আর্জি খারিজও হয়ে যায়। বিচারক লিখিত ভাবে স্পষ্ট জানিয়ে দেন, সংশ্লিষ্ট মামলার কেস রেকর্ড দেখার পরিসর বা এক্তিয়ার নেই অবসরকালীন আদালতের। আর সেকারণেই মামলাটি খারিজ দেন তিনি। বিচারক সাফ জানান, সায়গলকে যদি গ্রেফতার করতেই হয়, তাহলে দিল্লির আদালত (যেখানে ইডির মূল মামলা রয়েছে), সেখান থেকে উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে হবে ইডিকে। তবেই ট্রানজিট রিমান্ডে সায়গলকে দিল্লি নিয়ে যেতে দেওয়া হবে।

ইডি আধিকারিকদের (Enforcement Directorate Officials) অবশ্য বক্তব্য, এ ব্যাপারে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবে কিনা, তা নিয়ে তাঁরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে। পুজোর ছুটির (Pujo Vaccation) জন্য এই মুহূর্তে সমস্ত আদালত বন্ধ। আগামী ১৫ তারিখ দুর্গাপুরে জেলা ভোকেশন্যাল আদালত ও ২০ তারিখ আসানসোল জেলা ভোকেশন্যাল আদালত খোলা থাকছে। সেক্ষেত্রে ইডি ওই দু’দিনের মধ্যে আসতে পারে তাদের আবেদন নিয়ে। কিন্তু সেক্ষেত্রে সেই একই যুক্তিতে খারিজ হতে পারে ইডির আবেদন। এদিকে শনি ও রবিবার বাদ দিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন ইডি অধিকারিকরা।

আরও পড়ুন:আজ শুক্লা চতুর্দশীতে ‌তারা মায়ের আবির্ভাব দিবস, মাকে বসানো হয় পশ্চিম দিকে মুখ করে !

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version