Saturday, January 24, 2026

ক্রাইমিয়া-রাশিয়া সংযোগকারী সেতুতে ভয়াবহ বিস্ফোরণ, আগুন ট্রেনে

Date:

Share post:

ইউক্রেনের(Ukraine) প্রত্যাঘাতে ফের ব্যাকফুটে রাশিয়া। শনিবার সকালে রাশিয়ার (Russia) মূল ভূখণ্ড ও ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ভেঙে পড়েছে সেতুর দু’দিকের লেনের অংশবিশেষ। ১৯ কিলোমিটার লম্বা এই সেতু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রুশ বাহিনীর কাছে রসদ, অস্ত্র, জ্বালানি পৌঁছে দেওয়ার একমাত্র পথ ছিল। এই সেতু ভেঙে পড়া স্বাভাবিক ভাবে রাশিয়ার কাছে বড় ধাক্কা।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া অঞ্চল ছিনিয়ে নিয়েছিল মস্কো। ওই অঞ্চলকে রাশিয়ার (Russia-Ukraine War) অংশ বলে ঘোষণাও করা হয়। দক্ষিণ ইউক্রেনের এই অঞ্চলের সঙ্গে মস্কোর সরাসরি যোগাযোগের জন্য ২০১৮ সালে দুই লেনের এই সেতু উদ্বোধন করেছিলেন ভ্লাদিমির পুতিন। একটি লেন দিয়ে ট্রেন চলত। অপর লেনে চলত গাড়ি। শনিবার সাতসকালে সেই গুরুত্বপূর্ণ সেতুর উপর বিস্ফোরণ ঘটে। অনুমান করা হচ্ছে, ট্রেন যাওয়ার লেনেই বিস্ফোরণ ঘটে। কারণ, ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে পণ্যবাহী ট্রেনের একাংশ। আবার গাড়ি যাতায়াতের লেনটি ভেঙে পড়েছে সমুদ্রের উপর। যুদ্ধের আবহে এই বিস্ফোরণকে অপরাধমূলক ষড়যন্ত্রের তকমা দিয়েছে রাশিয়া। এই ঘটনার পর তদন্তে নেমেছে রাশিয়ার গয়েন্দা বিভাগ। সন্দেহ করা হচ্ছে এই ঘটনার জন্য দায়ী ইউক্রেনের যোদ্ধারা।

রাশিয়ার তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, “প্রাথমিক তদন্তে উঠে এসেছে ক্রাইমেন সেতুর গাড়ি চলাচলের অংশে বিস্ফোরণে একটি ট্রাক উড়ে গিয়েছে। ক্রাইমিয়াগামী ট্রেনের জ্বালানিবাহী ৭টি ট্যাংকেও আগুন ধরে যায়। সেতুর দু’টি অংশই ধ্বসে গিয়েছে।” মনে করা হচ্ছে, এবার যুদ্ধের আবহে রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়াও ছিনিয়ে নিতে চাইছে ইউক্রেনীয় সেনা।

spot_img

Related articles

শ্রীনগরের ডাল লেকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত পর্যটকরা

শনিবার সকালে শ্রীনগরে ডাল লেকের (Dal Lake, Srinagar) এক নম্বর ঘাটের পাশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার...

জলপথে যাতায়াতে গতি আনতে নতুন উদ্যোগ রাজ্যের, হুগলির বুকে আধুনিক যাত্রী টার্মিনাল

শহর ও শহরতলির রাস্তায় ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হুগলি নদীর...

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস!

আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ চলাকালীন দর্শকদের উপর নজর রাখতে এবার দিল্লি পুলিশের চোখে থাকবে ‘AI’ সানগ্লাস।...

কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ...