Monday, August 25, 2025

চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে প্ল্যাকার্ড হাতে মাংস বিক্রেতা বিজেপি কর্মী! তুমুল বিতর্ক

Date:

চাকরির দাবিতে যাঁরা রাজপথের ধারে বসে আন্দোলন করছেন তাঁদের মধ্যে সবাই কি টেট (TET) পরীক্ষার্থী? সবাই কি চাকরিপ্রার্থী? এই নিয়েই এখন তুমুল বিতর্ক। আর তার কারণ কিছু ছবি। তাতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে বসে আছেন এক যুবক। তাঁর হাতের প্ল্যাকার্ডে (Placard) লেখা, “আমরা টেট পাশ প্রশিক্ষিত/ তাও আমরা বঞ্চিত”। কিন্তু যিনি এই প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন সেই সুদাম গিরি (Sudam Giri) জীবনে কোনওদিন টেট পরীক্ষা দেননি। এই তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বেঁধেছে।

কলকাতার প্রাথমিকের টেট পরীক্ষার্থী চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে প্ল্যাকার্ড হাতে বসেছিলেন হাওড়া শিবপুরের শরৎ চ্যাটার্জি রোডের বাসিন্দা সুদাম। টেট পরীক্ষার্থী নন। বাড়ির কাছেই শিবপুরের কাশীনাথ চ্যাটার্জি লেনে তাঁর একটি মুরগির মাংসের দোকান রয়েছে। মুরগির মাংস বিক্রি করাই তাঁর পেশা। এলাকায় বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত সুদাম গিরি। বিজয়া দশমীর দিন বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন তিনি। সুদামের নিজেই জানান, তিনি কোনওদিন টেট পরীক্ষা দেননি। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেদিন মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন। কিন্তু তাহলে প্ল্যাকার্ড নিয়ে পাশে বসলেন কেন? সে কথা সরাসরি উত্তর না দিয়ে সুদামের বক্তব্য, কে তাঁর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তা তিনি জানেন না।

এখানেই অনেকে প্রশ্ন তুলছে যাঁরা ধর্না আন্দোলনে রয়েছেন, তাঁরা সবাই টেট পরীক্ষার্থী চাকরিপ্রার্থী তো? অনেকের অভিযোগ, কেউ কেউ নাকি আন্দোলনে ‘প্রক্সি’ দিচ্ছেন। কেউ কেউ আবার শাসকবিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ধনের অভিযোগও তুলেছেন! তবে এই ধরনের ঘটনা এই ধর্না কর্মসূচিকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version