Sunday, May 4, 2025

শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী কারা? উদ্ধব-একনাথ দ্বন্দ্বের মাঝে দলীয় প্রতীক “ফ্রিজ” নির্বাচন কমিশনের

Date:

কোন গোষ্ঠী শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী। কোন শিবির শিবসেনার নির্বাচনী প্রতীকের আসল দাবিদার। আড়াআড়ি বিভাজিত শিবসেনার দুই শিবিরের দ্বন্দ্বের মাঝে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। আপাতত শিবসেনার দলীয় প্রতীক “তির-ধনুক” সাময়িক “ফ্রিজ” করল নির্বাচন কমিশন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিন্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক হিসেবে “তির-ধনুক” ব্যবহার করতে পারবে না। ১০ অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নিজেদের পছন্দের নয়া প্রতীকের কথা জানাতে হবে। তারপর বিবেচনা করবে কমিশন।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো ঠাকরে গোষ্ঠী, শিবসেনা কার? সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন 

প্রসঙ্গত, গত জুন মাসে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একঝাঁক বিধায়ক নিয়ে সরকার থেকে বেরিয়ে যান একনাথ শিন্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রী শিন্ডে। তবে
উদ্ধব ঠাকরে বা একনাথ শিন্ডে দুই শিবির দাবি করতে থাকে বাল ঠাকরের শিবসেনার প্রকৃত উত্তরাধিকার তারা।নিজেদের আসল ‘শিবসেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিন্ডে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব শিবির। অবশেষে নির্বাচন কমিশন শিবসেনার দলীয় প্রতীক “তির-ধনুক” সাময়িক “ফ্রিজ” করল।

আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর জন্য দলীয় প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছিল শিণ্ডে শিবির। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই উদ্ধবের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। উদ্ধব শিবির কমিশনকে বলেছে, “একনাথ শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।”

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version