উত্তরাখণ্ডের তুষারধসে মৃত অমিতের দেহ ফিরল কলকাতায়, বিমানবন্দরে শেষ শ্রদ্ধা মন্ত্রী অরূপের

উত্তরাখণ্ডে (Uttarakhand) তুষারধসে (Avalanche) ইতিমধ্যে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (Neheru Institute of Mountaineering) সূত্রে এখবর জানানো হয়েছে। গত মঙ্গলবার অর্থাৎ নবমীর সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi) দ্রৌপদী কা ডান্ডা-২ পর্বত শৃঙ্গে ভয়াবহ তুষারধসে আটকে পড়েন ৪১ জন সদস্যের একটি পর্বতারোহীর দল (Mountaineer Team)। এদের মধ্যে ছিলেন ৩ জন বাঙালি পর্বতারোহীও। ৩ বাঙালি পর্বতারোহীর নাম সৌরভ বিশ্বাস, অমিত কুমার সাউ এবং সন্দীপ সরকার। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকেই সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) এসে পৌঁছয় অমিত সাউর (Amit Shaw) দেহ। রাজ্য সরকারের (Govt of West Bengal) পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Arup Bishwas)। এরপর বিমানবন্দর থেকে মহেশতলার বাসভবনে নিয়ে যাওয়া হয় অমিতের মরদেহ। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মৃত পর্বতারোহীর স্ত্রী কন্যাকুমারী সাউও।

আরও পড়ুন- মোমিনপুর নিয়ে দিনভর প্ররোচনা-গোলমালের চেষ্টা রাজ্য বিজেপি নেতৃত্বের

অন্যদিকে দেহ সনাক্তকরণের (Body Identification) পর সোমবার খবর আসে সন্দীপ সরকারের বাড়িতে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, অভিযাত্রী দলে সব মিলিয়ে ছিলেন ২৯ জন। এদের মধ্যে ছিলেন ৩ জন বাঙালি ছিলেন। মঙ্গলবার আনা হবে সন্দীপের দেহ।


Previous articleশহুরে নকশালরা ভোল বদলে গুজরাট ঢোকার চেষ্টা করছে: রাজ্যের যুবকদের সতর্ক করলেন মোদি
Next articleআইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন হরমনপ্রীত কৌর