Friday, January 16, 2026

জনভিত্তিহীন নেতাদের ‘ডিসেম্বর চক্রান্ত’ ধোপে টিকবে না, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

বিজেপির একাধিক নেতা একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন আগামী ডিসেম্বরেই রাজ্যে সব বদলে যাবে।বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ডিসেম্বর আসুক দেখতে পাবেন।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে বলছেন, ‘ডিসেম্বরে সরকারের ডুগডুগি বাজাব’।কেন বিজেপি নেতারা বারবার ডিসেম্বরের কথা বলছেন? সে প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের পিছনে বড়সড় চক্রান্ত আছে।আসলে গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে গেরুয়া শিবির।

তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, তাহলে তো ধরে নিতে হবে ডিসেম্বরে এমন কোনও চক্রান্ত হচ্ছে যার সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই। এটাতো গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার।কুণাল ঘোষের সাফ কথা, একুশের নির্বাচনের মুখেও তো এই কথাগুলো শুনেছিলাম। রোজ যোগদান মেলা হয়েছে। যারা গেছিলেন তাঁরা তো ফিরে আসছেন। বিজেপি বুঝে যাবে নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে এগুলো বলতে হবে।

তিনি আরও বলেন, “বিজেপি ২৪-এ ক্ষমতায় আসার জায়গায় নেই।অথচ বড়-বড় কথা বলছে। ওরা বারবার ডিসেম্বরের কথা বলছে। আসলে এরা জনভিত্তিহীন নেতা। বাংলার মানুষ চক্রান্ত রুখবে।

যদিও রাজ্যজুড়ে ‘ডিসেম্বর চক্রান্ত’ ঘিরে জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, কী হবে ডিসেম্বরে? দলবদল, জেল ভরো আন্দোলন নাকি সরকারের পতন, নাকি আরও বড় কিছু? কুণাল অবশ্য সোমবার স্পষ্ট জানান, ওনারা যতবার এই শব্দ উচ্চারণ করবেন বাংলার মানুষ বুঝতে পারবে জনভিত্তিহীন নেতারা কোনও না কোনও চক্রান্ত করছে। যা রুখতে বাংলার মানুষ নিজেদেরকে আরও কঠোরভাবে প্রস্তুত করবেন।

spot_img

Related articles

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...

মেডিক্যাল এমার্জেন্সিতে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর 

মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার (National Aeronautics and Space Administration) ইতিহাসে গত ২৫ বছরে যেটা ঘটেনি বৃহস্পতিবার সেটাই হল।...