জনভিত্তিহীন নেতাদের ‘ডিসেম্বর চক্রান্ত’ ধোপে টিকবে না, বিজেপিকে তোপ কুণালের

কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতাদের এ ধরনের হুঁশিয়ারির পিছনে বড়সড় চক্রান্ত আছে।আসলে গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে গেরুয়া শিবির।

বিজেপির একাধিক নেতা একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন আগামী ডিসেম্বরেই রাজ্যে সব বদলে যাবে।বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ডিসেম্বর আসুক দেখতে পাবেন।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে বলছেন, ‘ডিসেম্বরে সরকারের ডুগডুগি বাজাব’।কেন বিজেপি নেতারা বারবার ডিসেম্বরের কথা বলছেন? সে প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের পিছনে বড়সড় চক্রান্ত আছে।আসলে গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে গেরুয়া শিবির।

তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, তাহলে তো ধরে নিতে হবে ডিসেম্বরে এমন কোনও চক্রান্ত হচ্ছে যার সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই। এটাতো গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার।কুণাল ঘোষের সাফ কথা, একুশের নির্বাচনের মুখেও তো এই কথাগুলো শুনেছিলাম। রোজ যোগদান মেলা হয়েছে। যারা গেছিলেন তাঁরা তো ফিরে আসছেন। বিজেপি বুঝে যাবে নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে এগুলো বলতে হবে।

তিনি আরও বলেন, “বিজেপি ২৪-এ ক্ষমতায় আসার জায়গায় নেই।অথচ বড়-বড় কথা বলছে। ওরা বারবার ডিসেম্বরের কথা বলছে। আসলে এরা জনভিত্তিহীন নেতা। বাংলার মানুষ চক্রান্ত রুখবে।

যদিও রাজ্যজুড়ে ‘ডিসেম্বর চক্রান্ত’ ঘিরে জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, কী হবে ডিসেম্বরে? দলবদল, জেল ভরো আন্দোলন নাকি সরকারের পতন, নাকি আরও বড় কিছু? কুণাল অবশ্য সোমবার স্পষ্ট জানান, ওনারা যতবার এই শব্দ উচ্চারণ করবেন বাংলার মানুষ বুঝতে পারবে জনভিত্তিহীন নেতারা কোনও না কোনও চক্রান্ত করছে। যা রুখতে বাংলার মানুষ নিজেদেরকে আরও কঠোরভাবে প্রস্তুত করবেন।

Previous articleশান্তিতে নোবেল এলেও হিংসা অব্যাহত ইউক্রেনে, রাজধানী কিভে ৭৫টি মিসাইল হামলা রাশিয়ার
Next articleএশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের